গুলশান পুলিশ প্লাজা এবং শুটিং ক্লাবের মাঝে, হাতিরঝিলের পাড়ে খুব সুন্দর, মনোরম একটি জায়গায় ক্রিকেটার্স কিচেন। ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র, সাবেক অধিনায়ক এবং বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান রেস্টুরেন্টের মালিক। কথা হয় রেস্টুরেন্টের ম্যানেজার জিয়াউল হকের সাথে...
এখানে লাঞ্চ এবং ডিনার চলে। এখানে সকালের নাস্তা হয় না। দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত রেস্টুরেন্ট খোলা থাকে।রেস্টুরেন্টে ফাস্ট ফুড আইটেম স্প্রিরিং রোল, বিফ রোল, কাবাব, বিরানি, হায়দাবাদ বিরানি, নূরজাহান বিরানি পাওয়া যায়। এছাড়া ভালো ভালো অনেক ইন্ডিয়ান আইটেম আছে। ফ্যামিলি নিয়ে আসলে একটা স্পেশাল অফার দেয়া হয়। রেস্টুরেন্ট সম্পর্কে সবাই ভালো বলছে। সবাইকে নতুন বছরের শুভকামনা...
#cricketerskitchen